DTEV Exam Question Solution 2021 is available below. Directorate of Technical Education (DTE) Exam Question Solution 2021 has been solved by shahure.com educational team. DTE Exam Question and answer is helpful for job seekers in Bangladesh. The Directorate of Technical Education (DTE) is a Greet government organization of Bangladesh. All information on the Directorate of Technical Education DTEV MCQ and Written Exam Full Question Solution 2021 is available on this post.
DTEV Exam Question Solution 2021
Organization Information |
Organization Name | Directorate of Technical Education (DTE) |
Organization Type | Government organization |
Official Website | www.techedu.gov.bd |
DTE Job Circular Vacancy
1. Religion Teacher (Islam) – 55
2. Librarian (Grade-13) – 23
3. Librarian (Grade-14) -15
4. Accountant – 09
5. UDA Com Accountant – 09
6. LDA cum Store-keeper – 25
7. Assistant Cum Store-keeper – 10
8. Office Assistant Cum Store Keeper – 16
9. LDA Cum Typist – 01
10. Assistant Cum Typist – 05
11. Caretaker – 23
12. Craft Instructor (Shop) – 39
13. Craft Instructor (Lab) – 06
14. Office Assistant – 224
15. Office Shohayok/Security Guard – 70
Total Vacancy: 533
MCQ Exam Date: November 12, 2021
[Exam Time: 10.00 AM to 11.15 AM] [Exam Time: 3.00 PM to 4.45 PM]Office Assistant and Office Shohayok/Security Guard Exam Date: August 27, 2021
Exam Time: 10.30 AM to 11.30 AM
See More…
DTEV Exam Result 2021
Directorate of Technical Education (DTEV) Job Exam Question 2021

DTEV Job Exam Question Full Solution 2021
গণিত অংশ সমাধানঃ
১. a2-3a, a2-9, এবং a2-4a+3 এর গ.সা.গু কোনটি? উত্তরঃ a-3
২. একটি শ্রেণিতে ৫০০ জন শিক্ষার্থী আছে, তাদের মধ্যে ৩০% ছাত্রী। ঐ শ্রেণিতে ছাত্র সংখ্যা কত? উত্তরঃ ৩৫০
৩. ০.১ × ০.০০১ এর মান কোনটি? উত্তরঃ ০.০০০১
৪. বার্ষিক ৫% হার সরল সুদে ৩০০০ টাকা কত বছরের সুদ ৪৫০ টাকা? উত্তরঃ ৩ বছরে
৫. যে চতুর্ভুজের বাহুগুলো সমান্তরাল এবং সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলা হয়? উত্তরঃ রম্বস
৬. একটি সংখ্যাকে ১০ দিয়ে ভাগ করে ৮ দিয়ে গুণ করলে ১২০ হয়। সংখ্যাটি কত? উত্তরঃ ১৫০
৭. একটি আয়তাকার ভূমির দৈর্ঘ্য প্রস্থের ৫ গুণ। প্রস্থ ৪ মিটার হলে ঐ ক্ষেত্রের পরিসীমা কত মিটার হবে? উত্তরঃ ৪৮
৮. প্রথম ৭টি মৌলিক সংখ্যার যোগফল কত? উত্তরঃ ৫৮
৯. ৪৫০কোণের সম্পূরক কোণের মান কত? উত্তরঃ ১৩৫
১০. কবীর একটি কাজ ২০ দিনে এবং রহিম ঐ কাজটি ৩০ দিনে করতে পারে। তারা দুই জন মিলে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে? উত্তরঃ ১২ দিনে
১১. একটি শ্রেণির ২৫ জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান পরিমাণ চাঁদা প্রদান করলে মোট কত টাকা উঠবে? উত্তরঃ ৬০০
১২. চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে ৩ অংকের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? উত্তরঃ ১
১৩. p-1p=3 হলে p2+(1p)2 এর মান কত হবে? উত্তরঃ ১১
১৪. এক হালি কলার দাম ১০ টাকা হলে ৫ সদস্য বিশিষ্ট পরিবারের প্রত্যেকে প্রতিদিন ০২টি কলা খেলে ঐ পরিবারের এক সপ্তাহে কলা বাবদ কত টাকা ব্যয় হবে? উত্তর: ১৭৫
১৫. x এর মান কত হলে p(x – p) = q (x – q) হবে? উত্তরঃ p + q
১৬. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? উত্তরঃ ১৩ঃ১২ঃ৫
১৭. একটি দ্রব্য ২৫ টাকায় ক্রয় করে ২০ টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা ক্ষতি হবে? উত্তরঃ ২০ টাকা
১৮. ৫০০ মি.লি. হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল ও পানির অনুপাত ৩:২। উক্ত সেনিটাইজারে কত মি.লি পানি মিশালে অ্যালকোহল ও পানির অনুপাত ২:৩ হবে? উত্তরঃ ২৫০ মি.লি
১৯. x+1x=5 হলে x3+1×3এর মান কত? উত্তরঃ 2√5
২০. একজন ব্যাটসম্যান টি-২০ বিশ্বকাপে ৩ ইনিংসে ৩০,৪৫ ও ৫৫ রান করেন। চতুর্থ ইনিংসে কত রান করলে তার রানের গড় ৫০ হবে? উত্তরঃ ৭০
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
২১. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? উত্তর: রাষ্ট্রপতি
২২. প্রাকৃতিক লাঙ্গল বা কৃষকের বন্ধুু বলা হয় কাকে? উত্তর: কেঁচোকে
২৩. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? উত্তর: লর্ড কর্নওয়ালিশ
২৪. ২০২০ সালে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ কোনটি? উত্তরঃ যুক্তরাষ্ট্র
২৫. টুইটার কী? উত্তরঃ সামাজিক নেটওয়ার্কিং
২৬. বাংলাদেশে ‘হোয়াইট গোল্ড’ হিসেবে পরিচিত কোনটি? উত্তর: চিংড়ি
২৭. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? উত্তর: মেঘনা
২৮. বাংলাদেশের ব-দ্বীপ পরিকল্পনার মেয়াদ কত বছর? উত্তর: ১০০ বছর
২৯. ইউনিয়ন পরিষদ কতজন প্রতিনিধি নিয়ে গঠিত? উত্তর:১৩
৩০. বৃটিশ শাসনের বিরুদ্ধে বাঙ্গালীদের প্রথম বিদ্রোহ- উত্তর: ফকির-সন্ন্যাসী বিদ্রোহ (১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ)
বাংলা অংশ সমাধানঃ
৩১. ‘অনুরাগ’ এর বিপরীত শব্দ কোনটি? উত্তর: বিরাগ
৩২. ‘জমিদার’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? উত্তর: জমিদারনি
৩৩. ‘পরীক্ষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর: পরি+ঈক্ষা
৩৪. ‘গোফ খেজুরে’ বাগধারাটির অর্থ- উত্তর: নিতান্ত অলস
৩৫. বাক্যের মৌলিক উপাদান কোনটি? উত্তর: শব্দ
৩৬. বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কী? উত্তরঃ কারাগারের রোজনামচা (২০১৭)
৩৭. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর: ১০
৩৮. ‘কন্যা’ শব্দের সামার্থক শব্দ কোনটি? উত্তর: তনয়া
৩৯. ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’ বাক্যটির ‘চিনিপাতা’ কোন কারক? উত্তরঃ অপাদান কারক
৪০. দেশী শব্দ কোনটি? উত্তর: কুলা
৪১. রবীন্দ্রনাথের শেষ কাব্য গ্রন্থ কোনটি? উত্তর: শেষ লেখা
৪২. ‘ভাত’ কোন ধরনের শব্দ? উত্তর: খাঁটি বাংলা
৪৩. ‘নীপা’ শব্দের অর্থ কোনটি? উত্তর: কদম
৪৪. ‘সৌম্য’ এর বিপরীত শব্দ কোনটি? উত্তর: উগ্র
৪৫. বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? উত্তর: ২৫টি
৪৬. কোনটি ‘নিরাময়’ শব্দের সন্ধি বিচ্ছেদ? উত্তর: নির + আময়
৪৭. ‘ইতর’ শব্দ কোনটি? উত্তর: গেঁজানো
৪৮. ‘অবলা’ শব্দটির অর্থ কী? উত্তর: নারী
৪৯. যা চিরস্থায়ী নয়? উত্তর: নশ্বর
৫০. ‘হর্ষ’ শব্দের অর্থ কী? উত্তর: আনন্দ
ইংরেজি অংশ সমাধানঃ
৫১. Bibliography means- উত্তর: Collection of Books
৫২. What is ‘Linguistics’? উত্তর: The scientific study of language
৫৩. Choose the correct sentence? উত্তর: You are mistaken in holding this view
৫৪. “White elephant” means- উত্তর: A very expensive possession
৫৫. The greater the demand _____ the price. উত্তর: the higher
৫৬. What is the plural of “Sheep”? উত্তর: sheep
৫৭. SOS stands for? উত্তর: Save Our Soul
৫৮. The antonym of “repulse”? উত্তর: Attract
৫৯. What is the synonym of the word ‘active’? উত্তর: able
৬০. The word homogeneous means? উত্তর: of the same kind
৬১. The word ‘plight’ means’ উত্তর:an unpleasant condition
৬২. William Wordsworth is pre-eminently- উত্তর: a poet of nature
৬৩. Select the right word for “A speech made without previous preparation’- উত্তর: Extemphore speech
৬৪. A person who writes about his own life. Writes- উত্তর: a biography
৬৫. Verdict means- উত্তর: judgment
৬৬. What does ‘capital punishment’ mean- উত্তর: Death penalty
৬৭. Which one of the following sentences is correct? উত্তর: Why have you done this?
৬৮. What is the noun of ‘innocent’? উত্তর: innocence
৬৯. Change the following sentence into present perfect. উত্তর: I have done the sum
৭০. What does e-mail means? উত্তর: Electronic mail
২য় প্রশ্নের সমাধানঃ
সেটঃ ক
ইংরেজি অংশ সমাধানঃ
১. As it were এর অর্থ কী? উত্তরঃ যেন
২. Plural of ‘Ox’ is? উত্তরঃ Oxen
৩. Dhaka is becoming one of the —– cities in Asia. উত্তরঃ busiest
৪. Fortune ……….. the brave. উত্তরঃ favours (favors)
৫. My father arrived while I …… the book. উত্তরঃ was reading
৬. Had I known her, I……… her. উত্তরঃ would have met
৭. Choose the right preposition for the sentence. I count — your help. উত্তরঃ upon
৮. We should have tasty and ……. meals. উত্তরঃ nutritious
৯. We waited until the plane …….. উত্তরঃ took off
১০. লেফটেন্যান্ট শব্দের সঠিক ইংরেজী বানান কোনটি ? উত্তরঃ lieutenant
১১. Choose the correctly spelt word? উত্তরঃ leisure
১২. Students should attend …… their lessons. উত্তরঃ to
১৩. They arrived here after you ……….. উত্তরঃ had left
১৪. Fill in the gap. ‘Slow and steady ….. the race. উত্তরঃ wins
১৫. Choose the correct sentence: উত্তরঃ Yesterday, he went home.
১৬. Teacher said, The earth …………. round the sun.’ উত্তরঃ moves
১৭. What is the verb form of ‘Power”? উত্তরঃ Empower
১৮. Recognise শব্দটির Noun কোনটি? উত্তরঃ Recognition
১৯. Which is the correct spelling? উত্তরঃ Restaurant
২০. I wish I….. a king. উত্তরঃ were
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
২১. বাংলাদেশে সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কী? উত্তরঃ বীরশ্রেষ্ঠ
২২. উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়? উত্তরঃ নাটোর
২৩. “শহীদ বুদ্ধিজীবী দিবস” কবে পালন করা হয়? উত্তরঃ ১৪ ডিসেম্বর
২৪. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন? উত্তরঃ তাজউদ্দীন আহমদ
২৫. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল –? উত্তরঃ মেহেরপুরে
২৬. সর্বশেষ অলিম্পিক ক্রীড়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? উত্তরঃ জাপান
২৭. বাংলাদেশ নিচের কোন আন্তর্জাতিক/আঞ্চলিক সংস্থার সদস্য নয়? উত্তরঃ আসিয়ান
২৮. “নেলশন ম্যালাে” নামটির সাথে জড়িত দেশ হলাে -? উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
২৯. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? উত্তরঃ ম্যানিলা
৩০. “বন্দর আব্বাস” কোন দেশের সমুদ্র বন্দর? উত্তরঃ ইরান
গণিত অংশ সমাধানঃ
৩১. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত? উত্তরঃ ৩০%
৩২. x+y=12 এবং xy=2 হলে xy এর মান কত? উত্তরঃ 35
৩৩. কোন সংখ্যাটি অন্য রকম? উত্তরঃ ১৬
৩৪. একটি চতুর্ভুজের ৪ কোণের সমষ্টি কত? উত্তরঃ ৩৬০ ডিগ্রি
৩৫. বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোন বিন্দুর সংযােজক সরলরেখা কে কি বলে? উত্তরঃ ব্যাসার্ধ
৩৬. একটি বর্গক্ষেত্রের এক বাহর দৈর্ঘ্য a মিটার হলে, এর ক্ষেত্রফল কত? উত্তরঃ a2
৩৭. ১২৮, ৬৪, ৩২ —– ধারাটির ৮ম পদ কোনটি? উত্তরঃ ১
৩৮. যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? উত্তরঃ সমবাহু
৩৯. ৪৩ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? উত্তরঃ ৫
৪০. ৩০ কে ২/৩ দ্বারা ভাগ করে ১০ যােগ করলে কত হবে? উত্তরঃ ৪০
৪১. ০.৪ x ০.০২ x ০.৮ = ? উত্তরঃ .০০৬৪
৪২. রহিম একটি কাজের ১/৫ অংশ করে ১ দিনে। সে ২০ দিনে কত অংশ ( কাজ করবে? উত্তরঃ ৪ অংশ
৪৩. √0.0009 = কত? উত্তরঃ .03
৪৪. ৪০০ এর ৪৯% = কত? উত্তরঃ196
৪৫. পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার গড় বয়স। ২৫ বছর হলে, পিতার বয়স কত? উত্তরঃ ৪০
৪৬, একটি ট্রেন ঘন্টায় ৬০ কি:মি: বেগে চলে। ২৪০ কি: মি: যেতে কত সময় লাগবে? উত্তরঃ ৪ ঘণ্টা
৪৭. কোনটি বৃহত্তম? উত্তরঃ ২/৩
৪৮. কোন দুটি সংখ্যার যােগফল ১০ এবং গুনফল ২৪? উত্তরঃ ৪,৬
৪৯. ৪ বর্গফুট একটি বর্গাকার জায়গা ঢাকতে ৪ বর্গফুট ক্ষেত্রবিশিষ্ট কয়টি? উত্তরঃ ১ টি
৫০. করিমের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। তার জন্মগ্রহণের সালটি কত হতে পারে? উত্তরঃ ২০০৪
বাংলা অংশ সমাধানঃ
৫১. ‘ঘিলু’ শব্দের অর্থ কী? উত্তরঃ সবকটি
৫২. চালাকের বিশেষ্য পদ কোনটি? উত্তরঃ চালাকি [ যদি চতুরের বিশেষ্য পদ বলত তাহলে উত্তর চার্তুয হতো]
৫৩. কোনটি ‘ঘর’ শব্দের সমার্থক শব্দ নয়? উত্তরঃ বিপনী [বিপনী অর্থ = গাড়ি আর বিপণী = বিক্রয়কেন্দ্র, হাট, বাজার]
৫৪. বাংলা ভাষার মূল উৎস কোনটি? উত্তরঃ প্রাকৃত
৫৫. কোন বাক্যটি শুদ্ধ? উত্তরঃ তুমি কি ঢাকায় যাবে? [প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া গেলে কি হয় অন্যান্য ক্ষেত্রে কী হয়। তুমি কি ঢাকায় যাবে? উত্তরঃ হ্যাঁ/না]
৫৬. ‘শােক’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ হর্ষ
৫৭. কোন বানানটি শুদ্ধ নয়? উত্তরঃ উর্দ্ধ [ সঠিক বানান = ঊর্ধ্ব]
৫৮. ‘বিপদ এবং দু:খ একই সঙ্গে আসে’- বাক্যটি –উত্তরঃ যৌগিক
৫৯. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? উত্তরঃ হাঙ্গর নদীর গ্রেনেড
৬০. ‘প্রমাদ’ শব্দের অর্থ কী? উত্তরঃ ভুলভ্রান্তি
৬১. নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ? উত্তরঃ চৌকষ লোক
৬২. খনার বচন কী সংক্রান্ত? উত্তরঃ কৃষি
৬৩. কোনটি শুদ্ধ বানান? উত্তরঃ নূন্যতম
৬৪. বাংলা সাহিত্যের সবচেয়ে পুরাতন গ্রন্থ কোনটি? উত্তরঃ চর্যাপদ
৬৫. ‘Wisdom’ শব্দের বাংলা প্রতিশব্দ? উত্তরঃ প্রজ্ঞা
৬৬. ‘ভূত’ শব্দের বিপরীত শব্দ? উত্তরঃ ভবিষ্যৎ
৬৭. বাংলা বর্ণমালায় মােট বর্ণ কয়টি? উত্তরঃ ৫০ টি
৬৮. ভাষা আন্দোলনভিত্তিক ‘কবর’ নাটকের রচয়িতা কে? উত্তরঃ মুনীর চৌধুরী
৬৯. যা চিরস্থায়ী নয়’ – এর এক কথায় প্রকাশ কোনটি? উত্তরঃ নশ্বর
৭০. ‘বিনয়’ – এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ ঔদ্ধত্য
Contact
Email: shahure.com@gmail.com
Contact: 01320652739
Mirpur, Dhaka, Bangladesh
Hey would you mind stating which blog platform you’re using? I’m going to start my own blog soon but I’m having a tough time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your layout seems different then most blogs and I’m looking for something completely unique. P.S Apologies for being off-topic but I had to ask!