BAF Civilian Exam Question Solution 2022 is available below. The Bangladesh Air Force (BAF) Question has been solved by shahure.com educational team. BAF MCQ Question Solved also publishes Questions and today’s Exam Question Solution Categorize on Our website shahure.com. BAF Civilian Exam Questions and answers are helpful for govt job seekers in Bangladesh. Bangladesh Air Force (BAF) MCQ Exam Candidates Various Post. See below the Bangladesh Air Force Headquarters Exam Question Solution 2022.
Bangladesh Air Force (BAF) Civilian Exam Question Solution 2022
The BAF Question Solution Download link will be available on this post. All information on the BAF Civilian MCQ and Written Exam Full Question Answer 2022 is available in this post.
Organization Information |
Organization Name | Bangladesh Air Force (BAF) |
Organization Type | Government organization |
Official Website | www.baf.mil.bd |
BAF Civilian Post Name and Vacancy:
1. Steno Typist Cum Computer Operator – 05
2. Laboratory Assistant – 04
3. Designer – 03
4. Office Assistant cum Computer Typist – 20
5. Storeman – 06
6. Midwife – 02
7. Firefighter – 04
8. Mechanical Transport Driver(MTD) – 19
9. Mistry Class 1 (Engine Fitter) – 07
10. Mistry Class 1 (Electric Fitter) – 03
11. Mistry Class 1 (Mechanical Transport Fitter) – 03
12. Mistry Class 1 (Wireless Fitter) – 10
13. Mistry Class 1 (Instrument Fitter) – 05
14. Mistry Class 2 (Airframe Mechanic) – 08
15. Mistry Class 2 (Armament Mechanic) – 04
16. Mistry Class 2 (General Mechanic) – 05
17. Mistry Class 2 (Electric Mechanic) – 11
18. Mistry Class 2 (Mechanical Transport Mechanic) – 26
19. Mistry Class 2 (Wireless Mechanic) – 03
20. Mistry Class 2 (Instrument Mechanic) – 03
21. Mistry Class 2 (Metal Workers) – 09
22. Mistry Class 2 (Carpenter) – 08
23. Mistry Class 2 (Painter) – 08
24. Mistry Class 2 (Welder) – 05
25. Mistry Class 2 (Binder) – 02
26. Tradesman (Airframe Mechanic) – 02
27. Office Sohayok – 24
28. Lashkar – 42
29. Chef – 25
30. Lashkar Anti-Malaria – 06
31. Lashkar Aircraft – 04
32. Mechanical Transport Geyser – 10
33. Lashkar Sports Marker – 01
34. Mess Waiter -17
35. Lashkar Bird Shooter – 03
36. Watchman -04
37. Lashkar Ward Boy – 01
38. Washer Up – 16
39. Mali – 10
40. Waiter Career – 03
41. Aya – 01
42. Cleaner – 14
43. Lashkar Fire Fighter – 08
Total Vacancy: 374
Exam Date: October 22, 2022
Exam Time: 9.00 AM to 10.30 AM
See/download the Bangladesh Air Force (BAF) Exam Question 2022 below:
22 October Exam Question:

17 September Exam Question:

10 and 17 September Exam Question:

See/download the Bangladesh Air Force (BAF) Exam Question Solution 2022 below:
প্রতিষ্ঠানের নামঃ বিমান বাহিনী সদর দপ্তর
পদের নামঃ লস্করসহ বিভিন্ন পদ
নিয়োগ পরীক্ষার তারিখঃ ২২ অক্টোবর ২০২২
সময়ঃ ১ ঘণ্টা
পূর্ণমানঃ ৭০
বাংলা অংশের সমাধানঃ
১। সন্ধি বিচ্ছেদ করুন:
সোনালি = সোনা + আলি
অতীত = অতি + ইত
লবণ = লো + অন
ইত্যাদি = ইতি + আদি
পরীক্ষা = পরি + ঈক্ষা
২। বিপরীত শব্দ লিখুন:
জয় = পরাজয়
উচু = নিচু
উত্তম = অধম
ঘরে = বাইরে
ভাল = মন্দ
৩। শুদ্ধ বানান লিখুন:
বুদ্ধিমতি = বুদ্ধিমতী
জণনি = জননী
সমিচিন = সমীচীন
অসাদাচরন = অসাধারণ
অভিনেত্রি = অভিনেত্রী
৪। বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? ২টি স্বরবর্ণ এবং ২টি ব্যঞ্জনবর্ণ লিখুন।
উত্তরঃ বাংলা ভাষায় স্বরবর্ণ ১১টি। ২টি স্বরবর্ণ অ, আ এবং ২টি ব্যঞ্জনবর্ণ ক, খ
ইংরেজি অংশের সমাধানঃ
৫। ইংরেজিতে অনুবাদ করুন:
সে সাঁতার কাটতে জানে না = He does not know how to swim.
আকাশ নীল = The sky is blue.
সকাল হতে বৃষ্টি হচ্ছে = It has been raining since morning.
তুমি কি কর? = What do you do?
পাখিটি আকাশে উড়ে = The bird flies in the sky.
৬। শুন্যস্থান পুরুন করুন:
The cow is ___ useful animal. উত্তরঃ an
Karim is ___ honest man. উত্তরঃ an
He is ___ MA. উত্তরঃ an
Rahim is junior ___ me. উত্তরঃ to
Rafiq is good ___ English. উত্তরঃ at
৭। ইংরেজি শব্দগুলাের বাংলা অর্থ লিখুন:
Together = একত্রে
confidential = গোপনীয়
Children = ছেলেমেয়ে
Tooth = দাঁত
Punishment = শাস্তি
৮। বাংলা শব্দগুলাের ইংরেজি শব্দ লিখুনঃ
কবি = Poet
বাগান = Garden
পিতা-মাতা = Parents
ভাত = Rice
রাজধানী = Capital
গণিত অংশের সমাধানঃ
৯। একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরাে ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতাে। ঘড়িটির ক্রয়মূল্য নির্ণয় করুন।
উত্তরঃ ঘড়িটির ক্রয়মূল্য৫০০০ টাকা
১০। ক) তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং দুই অংকের বৃহত্তম সংখ্যার যােগফল কত?
উত্তরঃ ১৯৯
খ) ৯৯৯ এবং ৬৬৬ এর মধ্যবর্তী সংখ্যা দুটির স্থানীয় মান কত?
উত্তরঃ ৯৯৯ এবং ৬৬৬ এর মধ্যবর্তী সংখ্যা দুটি ৯ আর ৬। তাহলে ৯৯৯ এবং ৬৬৬ সংখ্যাটিতে ৯ ও ৬ এর স্থানীয় মান দশক অর্থ্যাৎ ৯০ এবং ৬০
গ) XIX এবং ০.১x০.১x০.১ এর মান কত? উত্তরঃ XIX এর মান ১৯ এবং ০.১x০.১x০.১ এর মান ০.০০১
ঘ) একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রী? ১০০ ডিগ্রী কোণকে কোন ধরণের কোন বলা হয়?
উত্তরঃ একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° ডিগ্রী। ১০০ ডিগ্রী কোণকে স্থূলকোণ বলে।
ঙ) এক মাইল সমান কত কিলোমিটার? এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার?
উত্তরঃ ১ মাইল = ১.৬১ কিলোমিটার। এক ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার।
বাংলা অংশের সমাধানঃ
১১। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জনগ্রহণ করেন? উত্তরঃ ১৭ মার্চ ১৯২০
১২। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম লিখুন? উত্তরঃ বঙ্গভবন
১৩। বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রীর নাম লিখুন। উত্তরঃ শেখ হাসিনা
১৪। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তরঃ ১১ টি সেক্টরে
১৫। হৈমন্তী ছােটগল্পের লেখকের নাম লিখুন? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৬। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? উত্তরঃ স্কার্ভি
১৭। ছােট মাছে কোন ভিটামিন পাওয়া যায়। উত্তরঃ ভিটমিন এ
১৮। চীনের মুদ্রার নাম লিখুন। উত্তরঃ ইউয়ান
১৯। জাপানের রাজধানীর নাম লিখুন। উত্তরঃ টোকিও
২০। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লিখুন? উত্তরঃ তাজিংডং বা বিজয়
২১। বাংলাদেশে মােট কয়টি বিভাগ আছে? উত্তরঃ ৮টি
২২। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তরঃ পাবনা জেলায়
২৩। WHO এর পূর্ণরুপ লিখুন? উত্তরঃ World Health Organization
২৪। আগুনের পরশমনি চলচিত্রের পরিচালকের নাম লিখুন। উত্তরঃ হুমায়ূন আহমেদ
২৫। COVID.19 (করােনা ভাইরাস) প্রথম কোন দেশে শনাক্ত হয়? উত্তরঃ চীনে
প্রতিষ্ঠানের নামঃ বিমান বাহিনী সদর দপ্তর
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/স্টোরম্যান
নিয়োগ পরীক্ষার তারিখঃ ১৭ সেপ্টেম্বর ২০২২
সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমানঃ ৭০
বাংলা অংশের সমাধানঃ
১। সন্ধি বিচ্ছেদ করুনঃ
উচ্চারণ = উৎ+চারণ
স্বেচ্ছা = স্ব+ইচ্ছা
পবিত্র = পো+ইত্র
সংখ্যা = সম্+খ্যা
অন্তর্ভুক্ত = অন্তঃ + ভুক্ত
২। লিঙ্গ পরিবর্তন করুনঃ
নবীন = নবীনা
মানি = মানিনী
সতী = সৎ
মহৎ = মহতী
গুণবান = গুণবতী
৩। শুদ্ধ বানান লিখুনঃ
সৃংখলা = শৃঙ্খলা
শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
ভুতপুর্ব = ভূতপূর্ব
অসদাচরন = অসদাচরণ
দেদীপ্যমাণ = দেদীপ্যমান
৪। বাক্য সংক্ষেপণ করুনঃ
- যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার
- যা পূর্বে দেখা যায়নি এমন = অদৃষ্টপূর্ব
- যা আঘাত পায়নি = অনাহত
- যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূর্ব
- যে বাস্তু থেকে উৎখাত হয়েছে = উদ্বাস্তু
ইংরেজি অংশের সমাধানঃ
৫। ইংরেজিতে অনুবাদ করুনঃ
আমগুলো ছাত্রদের মাঝে ভাগ করে দাও = Divide the mangoes among the students.
আমি যদি পাখি হতাম = If I were a bird.
অল্প বিদ্যা ভয়ংকরী = A little learning is a dangerous thing.
তার ঠান্ডা লেগেছে = He has caught cold.
যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক = He who loves his country is a patriot.
৬। শূন্যস্থান পূরণ করুনঃ
Karim is —- weak to walk. = too
Do not run —- the sun. = in
The poor suffer —- many troubles. = from
Karim is dull —- English. = at
He burst —- tears. = into
৭। ইংরেজি শব্দগুলোর Past Participle লিখুনঃ
Teach = Taught
Feed = Fed
Put = Put
Creep = Crept
Awake = Awoken
৮। Idiom and phrase এর অর্থ লিখুনঃ
Bring to book = তিরস্কার করা
Crocodile tears = মায়াকান্না
Get rid of – মুক্তি পাওয়া
Ins and outs = খুঁটিনাটি
Out and out = সম্পূর্ণরূপে
গণিত অংশের সমাধানঃ
৯। শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ৬ বছরে সুদেমূলে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা ৪ বছরে সুদেমূলে ২০৫০ টাকা হবে?
উত্তরঃ ১২৩০ টাকা
১০। x2+1/x2 = 3 হলে x6+1/x3 এর মান কত?
উত্তরঃ 2√5
১১। ক) ১০ সে.মি ব্যাসের বৃত্তের পরিধি কত সে.মি? উত্তরঃ ৩১.৪ সে.মি
খ) বৃত্তের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন।
উত্তরঃ ১। বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধ সমানুপাতিক।
২। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান।
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১২। ছয়দফার প্রথম দফাটি লিখুন। = প্রাদেশিক স্বায়ত্তশাসন
১৩। লাল নীল দীপাবলি গ্রন্থের লেখকের নাম লিখুন। = হুমায়ুন আজাদ
১৪। ক্রীতদাসের হাসি গ্রন্থের লেখকের নাম লিখুন। = শওকত ওসমান
১৫। ইটালির মুদ্রার নাম লিখুন। = ইউরো
১৬। ভিয়েতনামের রাজধানীর নাম কি? = হ্যানয়
১৭। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কী? = কাস্পিয়ান হ্রদ
১৮। সূর্য থেকে কোন ভিটামিন পাওয়া যায়? = ভিটামিন ডি
১৯। ইনসুলিন মানবদেহের কোন গ্রন্থি পাওয়া যায়? = অগ্ন্যাশয় গ্রন্থি
২০। জাতিসংঘের মহাসচিব এর নাম লিখুন। = আন্তোনিও গুতেরেস
২১। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? = ১৫৩টি
২২। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? = রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায়
২৩। ঢাকা শহর প্রথম প্রতিষ্ঠিত হয় কত সালে? = ১৬১০ সালে
২৪। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম লিখুন। = দৈনিক নবযুগ
২৫। WTO এর সদর দপ্তর কোথায়? = জেনেভা, সুইজারল্যান্ড
২৬। বাংলাদেশের কোন স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়? = কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে
প্রতিষ্ঠানের নামঃ বিমান বাহিনী সদর দপ্তর
পদের নামঃ অফিস সহায়ক
নিয়োগ পরীক্ষার তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২২
সময়ঃ ৬০ মিনিট
পূর্ণমানঃ ৭০
বাংলা অংশের সমাধানঃ
১। উত্তর লিখুনঃ
ক) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা কয়টি? উত্তরঃ ৭টি [যথা অ, আ, ই, উ, এ, ও, অ্যা] যদি প্রশ্নে বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কতটি বলতো তাহলে উত্তর ৩৭টি হতো]
খ) ধ্বনি তৈরি হয় কিসের সাহায্যে? উত্তরঃ বাকযন্ত্র এর সাহায্যে
গ) ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? উত্তরঃ ফলা
ঘ) ব্যাকরণে বচন অর্থ কি? উত্তরঃ সংখ্যার ধারণা
ঙ) একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন? উত্তরঃ ৩টি। যথাঃ আকাঙ্ক্ষা, ২। আসত্তি এবং ৩। যোগ্যতা
২। চলিতরূপ লিখুনঃ
মৎস্য = মাছ
এই = এ
অদ্যাপি = আজও
৩। সন্ধি বিচ্ছেদ করুনঃ
রুপালি = রূপা+আলি
আন্না = আর + না
উন্নতি = উৎ+নতি
৪। লিঙ্গ পরিবর্তন করুনঃ
অরণ্য = অরণ্যানী
শুদ্রানী = শুদ্র
ধনী = ধনী
৫। বিপরীত শব্দ লিখুনঃ
ঊর্ধ্ব = নিম্ন
অঘটন =ঘটন
পটু = অপটু/আনাড়ি
৬। বাগধারার অর্থ লিখুনঃ
গরজ বড় বালাই = প্রয়োজনে গুরুত্ব
সোনার পাথর বাটি = অলীক বস্তু
নাড়ির টান = গভীর ও আন্তরিক মমত্ববোধ
ইংরেজি অংশের সমাধানঃ
৭। ইংরেজিতে অনুবাদ করুনঃ
মানুষ মাত্রই ভুল করে = To err is human.
বাগানে অনেক ফুল আছে = There are many flowers in the garden.
আমি ভাত খেয়েছি = I have eaten rice.
মেয়েটি ফুলের মত সুন্দর = The girl is as beautiful as flower.
ইচ্ছা থাকলে উপায় হয় = Where there is a will, there is a way.
৮। শূন্যস্থান পূরণ করুনঃ
Karim is addicted — gambling. = to
I beg mercy — the principal. = to
Napa is cure — headache. = for
He died —- over eating. = from
The girl is expert —- drawing. = at
৯। ইংরেজি শব্দগুলোর Past Participle লিখুনঃ
Pray = Prayed
Cut = Cut
Send = Sent
Teach = Taught
Ban = Banned
১০। বাংলা শব্দগুলোর ইংরেজি শব্দ লিখুনঃ
গবেষণা = Research
সচিবালয় = Secretariat
সত্যায়ন = Attestation
সততা = Honesty
ব্যবহার = Behaviour
গণিত অংশের সমাধানঃ
১১. একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫.০০ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো?
উত্তরঃ ২৬৫০ টাকা
১২. x2 + 1/x2 = 3 হলে, (x+ 1/x)2 এর মান নির্ণয় করুন।
উত্তরঃ 5
১৩. উত্তর লিখুন:
ক. ১ মিটারে কত ইঞ্চি? উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি
খ. ১ লিটার বিশুদ্ধ পানির ওজন কত কিলোগ্রাম? উত্তরঃ ১ কিলোগ্রাম
গ. ১ শতকে কত বর্গফুট? উত্তরঃ ৪৩৫.৬ বর্গফুট
ঘ. ৭৫ এর রোমান সংখ্যা লিখুন। উত্তরঃ LXXV
ঙ. বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে? উত্তরঃ পরিধি
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১৪। উত্তর লিখুনঃ
ক. আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখকের নাম লিখুন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. কবর নাটকের রচয়িতা কে? উত্তরঃ মুনীর চৌধুরী
গ. মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর কত নং সেক্টরের অধীনে ছিল? উত্তরঃ ১০ নং সেক্টর
ঘ. পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি? উত্তরঃ ৪১টি [পিলার ৪২টি]
ঙ. ফুটবল বিশ্বকাপ ২০২২ কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরঃ কাতার
চ. থাইল্যান্ডের মুদ্রার নাম কি? উত্তরঃ বাথ
ছ. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উত্তরঃ হামিদুর রহমান
জ. বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? উত্তরঃ পঞ্চগড়
ঝ. মুজিবনগর সরকারের শপথ বাক্য কে পাঠ করিয়ে ছিলেন? উত্তরঃ ইউসুফ আলী
ঞ. ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? উত্তরঃ দ্রৌপদী মুর্মু
ট. বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে? উত্তরঃ কাজী নজরুল ইসলাম
ঠ. জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? উত্তরঃ জহির রায়হান
ড. মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত জোড়া? উত্তরঃ ২৩ জোড়া
ঢ. EVM এর পূর্ণরূপ লিখুনঃ উত্তরঃ Electronic Voting Machine
ণ. বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম লিখুন। উত্তরঃ ময়মনসিংহ বিভাগ
Contact
Email: shahure.com@gmail.com
Contact: 01320652739
Mirpur, Dhaka, Bangladesh